গোপালগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2022 10:45 PM BdST Updated: 09 Apr 2022 10:45 PM BdST
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
নাটোরের কানাইখালী গ্রামের নারায়ণচন্দ্র সাহার ছেলে রতন কুমার সাহা এই অভিযোগ করেছেন কাশিয়ানী শহরের আদর্শপাড়ার বাসিন্দা সাহেব আলী মোল্লার বিরুদ্ধে।
রতন বলেন, তিনি মাতুল সূত্রে কাশিয়ানী মৌজায় ১৯৮ শতাংশ জমির মালিক। তার দাদু বিনোদ বিহারী সাহার ৩৬ নম্বর কাশিয়ানী মৌজায় এসএ ৫৯, ৬০, ৮২২, ৭৮৫ নম্বর খতিয়ানের ৪০৬, ৪০৭, ৪০৮, ২৮৬ ও ২৮৭ নম্বর দাগে ৫৩ শতাংশ জমি রেখে মারা গেছেন। তাছাড়া তার আরও জমি রয়েছে কাশিয়ানীতে।
“জেলা প্রশাসনের পরামর্শে বুধবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে জমির নামজারি করাতে যাই। এ সময় সাহেব আলী মোল্লা আমাকে দেখে অফিসের মধ্যেই মারধর করার জন্য তেড়ে আসেন। আবার যদি কখনও সম্পত্তির মালিকানা দাবি করি তাহলে আমাকে মেরে ফেলার হুমকি দেন সাহেব আলী।”
পরে তিনি কাশিয়ানী থানায় অভিযোগ দেন।
রতন বলেন, কাশিয়ানীতে তার মাতুল সূত্রে পাওয়া মোট ১৯৮ শতাংশ জমি রয়েছে।

সাহেব আলী প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেছেন। প্রশ্ন করা হলে তিনি কোনো জমির সরাসরি মালিকানা দাবি করেননি। তবে দখলে রাখার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, ”এসএ, আরএস এবং সিএস পর্চায় রতনের দাদুর নাম থাকলেও বিআরএস রেকর্ড আমাদের নামে হয়েছে। সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত সম্পত্তির মালিকানা ঠিক করবে।
”আমরা এ সম্পত্তির দখলে রয়েছি। রতন শুধু ঝামেলা পাকাচ্ছে। তাই তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে। আপনারা সাংবাদিকরা যা পারেন লেখেন। এতে আমার কিছুই হবে না।”
বিআরএস রেকর্ড তাদের নামে কিভাবে হল সে প্রশ্নের কোনো উত্তর দেননি সাহেব আলী।
প্রাণনাশের হুমকির বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান।
ওসি বলেন, রতন কুমারের অভিযোগ পেয়ে হুমকির ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর জমির মালিকানা সংক্রান্ত বিরোধ আদালত নিষ্পত্তি করবে।
-
জাটকা ধরায় নিষেধাজ্ঞা উঠল
-
কক্সবাজার শহরে দস্যুতা-লুণ্ঠনের দায়ে ২ জনের যাবজ্জীবন
-
হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু
-
কক্সবাজারে র্যাবের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
-
চুয়াডাঙ্গার সড়কে বাইক ও প্রাইভেট কার থামিয়ে ডাকাতি
-
গাজীপুরে ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মারধর’ কিশোরীকে
-
শেখ হাসিনার গাড়িবহরে হামলার আসামির বিরুদ্ধে পিপির জিডি
-
গাইবান্ধায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’