বাড়ির পাশে ব্রহ্মপুত্রের শাখা নদের তীরে শিশুরা খেলাধুলা করছিল বলে প্রতিবেশীদের ভাষ্য।
তবে অমরচন্দ্রের দাবি, অনিয়মিত কিছু শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় ভাল না করেও বেশি নম্বর দাবি করে না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগীয় প্রধান হিসেবে অমরচন্দ্রের হাতে ইনকোর্স ও মৌখিক পরীক্ষার নম্বর থাকায় তিনি শিক্ষার্থীদের জিম্মি করে প্রাইভেট পড়াতে বাধ্য করেন, ছাত্রীদের যৌন হয়রানি করেন, এমনকি ছাত্রদের দিয়ে বাজার-সওদা করিয়ে নেন।
বাংলা বিভাগের একাধিক শিক্ষার্থী এ বিষয়ে অধ্যক্ষ মতিউর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অধ্যক্ষ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।
বিষয়টি তদন্ত করা হবে জানিয়ে অধ্যক্ষ বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।