বরিশালে ট্রলার ডুবি: মা-মেয়ের পর শিশুর লাশ, নিখোঁজ আরও ২

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলার ডুবিতে নিখোঁজ চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2022, 11:26 AM
Updated : 9 April 2022, 11:26 AM

শনিবার দুপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে চার নদীর (গজারিয়া, কালবদর, মাছকাটা ও লতা) মোহনায় জেলেদের জালে শিশুটির মরদেহ উঠে বলে জানান মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান।

নিহত রোহান উপজেলার মাঝেরচর গ্রামের মুনতাস হাওলাদারের ছেলে।

এ নিয়ে ট্রলার দুর্ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হলো। এখনও মালা বেগম ও ইয়াসিন নামে আরও দুজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ওসি বলেন, শুক্রবার আত্মীয়ের জানাজায় অংশ নিতে মাঝেরচর থেকে একটি জেলে ট্রলারে করে দরিচর খাজুরিয়ায় যাচ্ছিলেন নারী-শিশুসহ ১০ থেকে ১২ জন। প্রচণ্ড ঢেউয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থানরত কোস্ট গার্ডের একটি দল তাৎক্ষণিক এগিয়ে এসে আটজনকে উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাহেনুর বেগম (৫২) ও তার মেয়ে নাসরিন বেগমকে (২৫) মৃত ঘোষণা করেন চিকিৎসক।