রংপুর-ঢাকাগামী বাস ধর্মঘট প্রত্যাহার

বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচদফা দাবিতে ডাকা রংপুর থেকে ঢাকাগামী বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2022, 07:38 AM
Updated : 8 April 2022, 07:45 AM

রংপুর জেলা প্রশাসন কার্যলয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক আসিব আহসানের সঙ্গে জরুরি সভার পর ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকরা।

এর আগে বেতন-ভাতা বৃদ্ধি, পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ ও বিভিন্ন মামলায় আটক থাকা শ্রমিকদের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে যান শ্রমিকেরা। 

রংপুর মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আপতাবুজ্জান লিপন বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ৭টা থেকে বাস নিয়মিত হবে। রাতেও কেউ যেতে চাইলে যেতে পারবেন।

নগরীর কামাড় পাড়া ঢাকা বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা জানান, তাদের দাবি মালিক পক্ষ মেনে নিয়েছেন। বৈঠকের পর থেকে কয়েকটি ঢাকাগামী বাস রাতে ছেড়ে গেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ওয়াহিদ মোহাম্মদ রায়হান সাংবাদিকদের বলেন, মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচলে সকলেই একমত হয়েছে।