জানাজায় যাওয়ার পথে ট্রলার ডুবি, মা-মেয়ের লাশ, নিখোঁজ ৩

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ট্রলার ডুবির পর মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে; নিখোঁজ আছে আরও তিনজন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2022, 07:35 AM
Updated : 8 April 2022, 09:23 AM

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মাঝেরচরের গজারিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম জানান।

নিহতরা হলেন উপজেলার মাঝেরচর গ্রামের মাহেনুর বেগম (৫২) ও তার মেয়ে নাসরিন বেগম (২৫)।

ওসি বলেন, এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে মাঝেরচর থেকে একটি জেলে ট্রলারে করে দরিচর খাজুরিয়ায় যাচ্ছিলেন কয়েকজন। প্রচণ্ড ঢেউয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়।

“দুর্ঘটনাস্থলের কাছাকাছি অবস্থানরত কোস্ট গার্ডের একটি দল তাৎক্ষণিক এগিয়ে এসে আটজনকে উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় মালা বেগম, রোহান ও ইয়ামিন নামে তিনজন এখনও নিখোঁজ রয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন ট্রলারের চালক শাহাবুদ্দিন বেপারী বলেন, ট্রলারে নারী ও শিশুসহ ১০ থেকে ১২ জন যাত্রী ছিল।

“প্রচণ্ড ঢেউয়ের মুখে পড়ে মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়।”