সুনামগঞ্জে বালুচাপায় দুই শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে নদীর তীরে স্তূপ করে রাখা বালু উত্তোলনের সময় হঠাৎ ধসনামা বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিক মারা গেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2022, 03:34 PM
Updated : 7 April 2022, 03:34 PM

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ছাতক পৌর শহরের থানার টেক এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের গুচ্ছ গ্রামের হানিফ উল্লার ছেলে শামসুজ্জামান (১৮) ও একই ইউনিয়নের কুমারকানি গ্রামের আলী আমজাদের ছেলে রুবেল মিয়া (২৬)।

ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জানান, ছাতক পৌর শহরের থানার টেক এলাকায় বালুর বিশাল বিশাল কয়েকটি বালুর ‘ডিপো’ আছে। এখান থেকে সারাদেশের ব্যবসায়ীরা নদীপথে বিভিন্ন স্থানে বালু ক্রয় করে নিয়ে যান।

“বৃহস্পতিবার সকাল থেকেই এমন একটি ‘ডিপো’ থেকে সুরমা নদীতে একটি নৌযানে বালু দিচ্ছিলেন এই দুই শ্রমিক। এক পর্যায়ে বালুর বিশাল স্তূপ ধসে পড়লে দুজন চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।”

দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।