ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এ ঘটনা ঘটে।
সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মাদ্রা এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তারা হতাহত হন বলে সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান।
নিহত আফরা আক্তার উপজেলার কালাইমারা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
প্রতীকী ছবি
এ সময় স্থানীয়রা আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আল শাহরিয়ার শাকিল বলেন, মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই আফরার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি কামরুল মিঞা।