সাত বন্ধু সাভারের আবাসিক প্রকল্প জাহাঙ্গীরনগর সোসাইটি সংলগ্ন বিলে একটি ছোট নৌকায় করে ঘুরতে যান। এক পর্যায়ে নৌকা ডুবে হৃদয় মাহমুদ নিখোঁজ হন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বিষখালী নদীর মোহনায় অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান।
এ সময় ‘এফবি আল মেহেদী’ নামের একটি মাছ ধরা একটি ট্রলারে তল্লাশি করে ১৬০ কেজি হাঙর ও ১৫ কেজি শাপলাপাতা মাছ জব্দ এবং ট্রলারের ৯ জেলেকে আটক করা হয়।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আটক নয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ হাঙর ও শাপলাপাতা মাটি চাপা দেওয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “হাঙর নিধন সম্পূর্ণ বেআইনি ও বাচ্চা শাপলা পাতা মাছ ধরা খুব দুঃখজন বিষয়।”
কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।