কুড়িগ্রামে বাবাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2022, 08:19 AM
Updated : 5 April 2022, 08:19 AM

রাজারহাট থানার এসআই অনিল কুমার রায় জানান, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রামে থেকে সোমবার রাতে আব্দুল জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।

জলিল ওই এলাকার পেয়ার উদ্দিনের (৫৫) ছেলে।

এসআই বলেন, অভিযান চালিয়ে জলিলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি বাড়ি থেকে দুইশ গজ দূরে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। মঙ্গলবার জলিলকে কুড়িগ্রাম আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, “জলিলের তিনটি বিয়ে। তৃতীয় স্ত্রীকে তালাক দেওয়ার পর তিনি জলিলের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতন মামলা করেন। এরপর থেকে বাবার কাছ থেকে জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল জলিল।

“রোববার সন্ধ্যায় এর জেরে আবার বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পেয়ারকে ছুরিকাঘাত করে জলিল। এ সময় মা জুলেখা খাতুন এগিয়ে গেলে জলিল তাকেও ছুরিকাঘাত করে।”

পরে পেয়ারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী জুলেখা খাতুন ছেলেকে আসামি করে রাজারহাট থানায় রোববার মামলাটি দায়ের করেন।