সোমেশ্বরীতে ভেসে আসা কাঠ তুলতে গিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র

উজানের ঢলে ভেসে আসা কাঠ তুলতে সোমেশ্বরী নদীতে নেমে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2022, 02:43 PM
Updated : 4 April 2022, 02:43 PM

সোমবার দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী এলাকায় এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিখোঁজ জিহাদ মিয়া (১৪) কুল্লাগড়া ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে ঢাকায় একটি মাদ্রাসার ছাত্র। 

দুর্গাপুর ফায়ার স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম স্থানীয়দের বরাতে বলেন, রোববার জিহাদ ঢাকা থেকে বাড়ি আসে। সোমবার সকালে সোমেশ্বরী নদীতে ‘মেঘালয়ের’ পাহাড়ি ঢলের পানিতে কাঠ ভেসে আসছিল।

“জিহাদ স্থানীয় আরও কয়েকজনের সঙ্গে কাঠ তুলে আনতে নদীতে নামে। এক পর্যায়ে সে নদীতে তলিয়ে যায়।”

শফিকুল আরও জানান, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার অভিযান শুরু করে। সাধ্যমতো চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি।

“ধারণা করছি পানিতে তলিয়ে সে স্রোতের টানে অনেক দূরে চলে গেছে। জীবিত থাকার সম্ভাবনা দেখছি না।”

ময়মনসিংহে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “তারা আসার পর আশা করছি জিহাদকে উদ্ধার করা যাবে।”