বেশি দামে পণ্য বিক্রি, শ্রীমঙ্গলে ভোক্তা অধিকারের জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্য নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় কয়েকটি দোকান থেকে জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2022, 10:09 AM
Updated : 4 April 2022, 10:09 AM

সোমবার সকালে শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলামিন।

আলামিন বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাবারে দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করতে হয়। এ সময় অতিরিক্ত দামে লেবু বিক্রি ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রিসহ বিভিন্ন অনিয়মের জন্য নতুনবাজারের মেসার্স আফরোজা বাণিজ্যনালয়কে ১০ হাজার টাকা, পান্না লাল কৃষি বিতানকে ৪ হাজার টাকা, মাসুম খান ফিড স্টোরকে ২ হাজার টাকা ও সুমা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নায্যমূল্য নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সবজি, লেবু ও তরমুজের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। পাশাপাশি ভোক্তা আইন সর্ম্পকেও তাদের ধারণা দেওয়া হয় বলে জানান তিনি।