রংপুরে চারশ গ্রাম হেরোইনসহ আটক ২
রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2022 09:41 PM BdST Updated: 03 Apr 2022 09:41 PM BdST
রংপুর নগরীতে চারশ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
নগরীর শাপলা চত্বরে শনিবার দুপুরে এই অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
আটকরা হলেন রাজশাহীর আনোয়ার হোসেন (৪৮) এবং চাঁপাইনবাবগঞ্জের সাদিউর হক (৪৫)।
রোববার গণমাধ্যমে পাঠানো র্যাব-১৩ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে শাপলা চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।”
আটক দুজনের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা করেছে। পাশাপাশি জড়িত অন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও গোপন অনুসন্ধান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সংস্থা।
উদ্ধার হেরোইনের মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া আসবেন সোমবার
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
-
গোপালগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড