সেহেরিতে না খেয়ে রোজা জাবির ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2022 08:31 PM BdST Updated: 03 Apr 2022 08:31 PM BdST
হলে ক্যান্টিন না থাকায় এবং ডাইনিংয়ের খাবার ‘বাসি’ হওয়ায় সেহেরিতে না খেয়ে রোজা রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষার্থীরা।
রোববার বিকালে ফজিলাতুন্নেসা হলের সামনে এক মানববন্ধনে হলটির শিক্ষার্থীরা এই অভিযোগ করেন।
মানববন্ধনে তারা ক্যান্টিন চালু করা এবং খাওয়ার মান বৃদ্ধিসহ কয়েকটি দাবি তোলেন।
অন্য দাবিগুলো হলো হলে ইলেকট্রনিক সমস্যা ও আসবাবপত্র সমস্যা সমাধান করা এবং হল সুপারের আচারণ পরিবর্তন করা।
মানববন্ধনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জুলফিসাহ রাবেয়া মুমু বলেন, “ক্যান্টিন না থাকায় এবং ডাইনিংয়ের পচা খাবার হওয়ায় গতকাল আমাদের না খেয়ে রোজা রাখতে হয়েছে। কোনো সমস্যা নিয়ে হল কর্তৃপক্ষের কাছে গেলে তারা নতুন হলের দোহাই দিয়ে ফেলে রাখেন।”
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী নারমিন সুলতানা উপমা বলেন, “হলের ডাইনিংয়ের মানহীন খাবার নিয়ে যখনই অভিযোগ করি, তখনই রান্না করে খেতে বলা হয়। হলের ডাইনিংয়ের খাবারের মান ঠিক করতে হবে। হলের পচা খাবার দিয়ে সেহেরি করা সম্ভব না।”
এ বিষয়ে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ এ টি এম আতিকুর রহমান বলেন, “হলের এসব সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে আগে জানায়নি। আজ শিক্ষার্থীদের সমস্যাগুলো জানতে পারলাম। ৫ তারিখের মধ্যে সমস্যা সমাধান করব।”
তবে শিক্ষার্থীদের ভাষ্য, তারা অনেক চেষ্টা করেও প্রাধ্যক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয় না। এই বিষয়টা নিয়েও যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু ওনাকে পাওয়া যায়নি।
তবে ৫ তারিখের ব্যাপারে প্রাধ্যক্ষ তাদের আশ্বস্ত করেছেন বলে তারা জানান।
-
খুলনা-ঢাকা রুটের ট্রেনে যাত্রী কমেছে, ঈদে নেই বিশেষ ট্রেন
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কর্তন
-
উৎপলের ভাইদের এখন আশুলিয়ায় ফিরতেও ভয়
-
খুলে গেল নলকা সেতুর দ্বিতীয় লেইনও
-
দিনাজপুরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৪ লাখ টাকা চুরি
-
পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা
-
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ‘রড দিয়ে পিটিয়ে হত্যা’
-
ফরিদপুরে ‘স্বামীকে বেঁধে ইউপি সদস্যকে দলবেঁধে ধর্ষণ’
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার