মাগুরায় বাস-ইজিবাইকের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৩

মাগুরায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2022, 01:49 PM
Updated : 3 April 2022, 01:49 PM

মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়ায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাছুদ সর্দার জানান।

মৃতরা হলেন ইজিবাইক চালক মহম্মদপুর উপজেলার অউনাড়া গ্রামের আব্দুর সালামের ছেলে রাব্বি মিয়া (৩০), ইজিবাইকের যাত্রী একই উপজেলার ভাবনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে জসিম মণ্ডল (৩০) এবং যাত্রী বেথুলিয়া গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৬০)।

আহতকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান।

স্টেশন অফিসার মাছুদ বলেন, মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় ইজিবাইকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চারজনকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও জসিমকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, সড়ক দুর্ঘটনায় রাব্বি ও জসিম ঘটনাস্থলেই মারা গেছেন। আহত দুইজনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। পরে নির্মল বিশ্বাসের অবস্থার অবনতি হওয়ায় যশোরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।