বেনাপোল বন্দরে সংঘর্ষ: কাউন্সিলর রাসেদ গ্রেপ্তার

বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর রাসেদ আলীকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2022, 06:34 PM
Updated : 2 April 2022, 06:34 PM

যশোর গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, শনিবার ভোরে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ মার্চ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে সংগঠনটির বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ হয়।

সে ঘটনায় তিনটি পৃথক মামলা হয়।

রাসেদ আলী (৪২) সেসব মামলার প্রধান আসামি। বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক তিনি।

ওসি রুপন বলেন, তিনটি পৃথক মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়। সব মামলায় রাশেদ প্রধান আসামি। তাছাড়া রাশেদের বিরুদ্ধে মাদক, চোরাচালান, চাঁদাবাজিসহ আরও মামলা রয়েছে।

তিন মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানিয়েছেন।

আরও