দিনাজপুরে শকুন অবমুক্ত করলেন অতিরিক্ত সচিব

দিনাজপুরে বিভিন্ন সময় ধরা পড়া অসুস্থ ১৯টি শকুন পরিচর্যায় সুস্থ হওয়ার পর অবমুক্ত করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2022, 04:51 PM
Updated : 2 April 2022, 04:51 PM

জেলার বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যান থেকে শনিবার বেলা ১২টায় তাদের অবমুক্ত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লা হারুন।

দিনাজপুর বিভাগীয় বনকর্মকর্তা বশিরুল-আল মামুন জানান, ২০১৬ সালে এই শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র গড়ে তোলার পর থেকে এখন পর্যন্ত শনিবার ১৯টিসহ মোট ১৩৩টি শকুন অবমুক্ত করেছেন তারা।

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ধরা পড়া ও অসুস্থ শকুন উদ্ধার করে এখানে আনা হয়। বিশেষভাবে তৈরি খাঁচায় তাদের রাখা হয়। এরপর চিকিৎসাসহ পরিচর্যার পর উড়তে সক্ষম হলে তাদের পায়ে বাংলাদেশ লেখা বিশেষ ট্যাগ লাগিয়ে প্রতিবছর মার্চ-এপ্রিলে অবমুক্ত করা হয় বলে জানান বনকর্মকর্তা বশিরুল-আল মামুন।

আনুষ্ঠানিকভাবে শকুন অবমুক্ত করার সময় সেখানে উপস্থিত হয়েছিলেন বন সংরক্ষণ ও প্রকল্প পরিচালন উপ-প্রধান গোবিন্দ রায়, আইইউসিএন কান্ট্রি রিপ্রেজেনটিভ রাকিবুল আমিন, বন অধিদপ্তরের বন্যপ্রাণী ও প্রকৃতি সংক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ড. মো. মোল্লা রেজাউল করিম।