নীলফামারীতে মুক্তিযোদ্ধা ‘লাঞ্ছিত’, পদ খোয়ালেন আওয়ামী লীগ নেতা

নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা পদ খুইয়েছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2022, 04:02 PM
Updated : 1 April 2022, 04:02 PM

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক জানান, দলের জেলা কমিটির বিশেষ বর্ধিত সভায় ওই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

পদ হারানো তোফায়েল আহমেদ ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তোফায়েল আহমেদকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিলেও দলে তার প্রাথমিক সদস্য পদ রয়ে গেছে বলে মমতাজুল হক জানান।

বর্ধিত বিশেষ ওই সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সাখাওয়াত হোসেন শফিক উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তি এবং বিকালে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয় বলে দলের উপজেলা সভাপতি খায়রুল আলম বাবুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং অসম্মানিত করায় তোফায়েল আহমেদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে তোফায়েল আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তোফায়েল আহমেদ ২০১৩ সালের ৬ জুন ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।