কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুনর রশীদ জানান, শুক্রবার দুপুরে কাঁঠালতলী এলাকায় এই অভিযান চালানো হয়। আটকদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লেফটেন্যান্ট হারুনর রশিদ বলেন, পাচারকারীরা ১১টি মোটরসাইকেলে করে চিংড়ি পোনা পাচারের গোপন সংবাদ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে কাঁঠালতলী এলাকা থেকে ৫০টি ড্রামে ২৫ লাখ বাগদা রেণু ও পাঁচটি কলসিতে দুই লাখ গলদা রেণু জব্দ করা হয়। জব্দ পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।
আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে তাদের জরিমানা করেন বলেও জানান হারুন।
রেণু রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান হারুনর রশিদ।
এ বিষয়ে পাথরঘাটার ইউএনও হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, “অভিযান চালিয়ে ২৭ লাখ পোনা জব্দ করে ১১ জনকে আটক করা হয়। আমি গিয়ে আটক ব্যক্তিদের এক হাজার টাকা করে জরিমানা করি।”