জয়পুরহাটে ধানক্ষেত নষ্টে রাসায়নিক ছিঁটানোর অভিযোগ

‘পূর্বশত্রুতার জের ধরে’ জয়পুরহাটে রাসায়নিক ছিঁটিয়ে তিন বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ করেছেন এক কৃষক।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2022, 12:00 PM
Updated : 1 April 2022, 12:08 PM

সদর উপজেলার পুরানাপৈলের গঙ্গাদাসপুর গ্রামে কৃষক এমরান আলীর জমিতে এ ঘটনা ঘটেছে বলে জয়পুরহাট থানার এসআই আনোয়ার হোসেন জানান।  

এমরান আলী শুক্রবার দপুরে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন; তবে কার সঙ্গে তার পূর্বশত্রুতা রয়েছে তা তিনি প্রকাশ করেননি।

এমরানের অভিযোগ, গত বুধবার গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা শিষ গজানো তিন বিঘা ধানের ক্ষেতে ‘ঘাস মারা বিষ’ প্রয়োগ করেছে। তারপর থেকে ধীরে ধীরে পুরো ক্ষেতের সবুজ ধান গাছগুলো সাদা হয়ে যাচ্ছে।

তিনি এই ঘটনায় জরিতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও ক্ষতি পূরণের দাবি করেছেন।

জয়পুরহাট থানার এসআই আনোয়ার হোসেন বলেন, ভূক্তভোগী কৃষক এমরান আলী শুক্রবার সকালে থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার ইকবাল বলেন, বিষয়টি জানার পরই কৃষি বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষককে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতগ্রস্ত হওয়া ছাড়া কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই বলে জানান তনি।