আটক যুবকসহ ছয়জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করেছে পুলিশ।
নিহত আলিফ হোসেন (২০) ফুলতলার এমএম কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি উপজেলার কসবা গ্রামের সৈয়দ আবু তাহেরের ছেলে।
ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার কলেজের অন্য শিক্ষার্থীদের বরাতে জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চার থেকে পাঁচজনের একটি দল ক্যাম্পাসে ঢুকে আলিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। তবে হামলাকারীদের আটকে অভিযান চলছে বলে জানান ওসি।