টাঙ্গাইলে আওয়ামী লীগের সম্মেলনে হট্টগোল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটি ঘোষণার পর দুটি পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।  

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2022, 06:46 PM
Updated : 31 March 2022, 06:46 PM

বৃহস্পতিবার বিকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।

সম্মেলনে মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি মীর শরীফ মাহমুদ তার সমর্থকদের উপর সংসদ সদস্যের সমর্থকদের হামলার অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিরতির পর উপজেলা অডিটরিয়াম হলের বারান্দা থেকে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে গেলে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর গায়ে ধাক্কা লাগার ঘটনা ঘটে।

নবনির্বাচিত সভাপতি মীর শরীফ মাহমুদের লোকজন ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানোর অভিযোগ তুলে খান আহমেদ শুভর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

এ ব্যাপারে মীর শরীফ মাহমুদ সাংবাদিকদের বলেন, “এমপির গায়ে কেউ ধাক্কা দেয়নি। হয়তো লোকজন বেশি থাকায় ধাক্কা লেগেছে। এতে তার লোকজন ক্ষিপ্ত হয়ে আমার লোকজনের ওপর হামলা করেছে। চার জন আহত হয়েছে শুনেছি।”

তবে আহতদের নাম ও শারীরিক অবস্থার কথা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তিনি।

যারা হামলা করেছে তাদের কখনও আওয়ামী লীগ করতে দেখেননি বলেও জানান তিনি।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ সাংবাদিকদের বলেন, “আমাকে কে ধাক্কা দিয়েছে সে কথা তো আর আমি বলতে পারি না। এটি দেখে আমার সমর্থকরা একটু ক্ষিপ্ত হয়েছে। কিন্তু আমি দাঁড়িয়ে থেকে দুই পক্ষকে সরিয়ে দিয়েছি।”

ঘটনার পর ওই এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করতে দেখা গেছে।

সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এবিএম মুসা ও মির্জাপুর থানার ওসি মো. আলম চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আলম চাঁদ সাংবাদিকদের বলেন, “সংঘর্ষ হয়নি, ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।”