রমজানে একসঙ্গে মাসের পণ্য না কেনার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর
রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2022 11:29 PM BdST Updated: 31 Mar 2022 11:29 PM BdST
আসন্ন রমজানে দেশবাসীকে একসঙ্গে এক মাসের খাদ্যপণ্য না কেনার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “রমজানে হুড়োহুড়ি করার কিছু নেই। যতটুকু প্রয়োজন ততটুকু কেনাই ভালো। একসঙ্গে এক মাসের বাজার করারও দরকার নাই। আমাদের প্রচুর সাপ্লাই রয়েছে। বাজারে যে স্টক রয়েছে তাতে ঘাটতি হবে না।”
রংপুর মহানগর পুলিশ ও কমিউনিটি পুলিশিং আয়োজিত মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
সভায় মন্ত্রী বলেন, “এক কোটি মানুষকে টিসিবির ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আমরা দুই দুইবার এক কোটি মানুষকে পণ্য দিব। যেসব জায়গা থেকে কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে সেখানে তদন্ত করা হচ্ছে।”
কোথাও অনিয়ম হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমাদের কাছে যে রিপোর্ট আছে, নট ইভেন ওয়ান পারসেন্ট কমপ্লেইন আছে। নাইনটি নাইন পারসেন্ট পারফেক্টলি হয়েছে। তারপরও কোথাও যদি অনিয়ম থাকে আমরা ব্যবস্থা নিব।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজার মনিটরিংয়ের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, “তেলসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আমার কাছে প্রতি এক-দেড় ঘণ্টা পর পর রিপোর্ট আসে। আমরা মূল্য বেঁধে দিয়েছি ১৬৮ টাকা, এখন তার চেয়েও কমে ১৬৫ টাকায় তেল বিক্রি হচ্ছে। তবে কোথাও ১৬৮ টাকার বেশিতে বিক্রি হচ্ছে না। বাজার মনিটরিং চলছে, রমজানে তৎপরতা আরও বাড়ানো হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল আলীম মাহমুদ, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহেমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশং রংপুর মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
সিলেটে ট্রাক চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
-
নোয়াখালীতে বিআরটিসি বাস চালুর একদিনেই বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ
-
পৌনে ৩ কেজির ইলিশ, বিক্রি ৮ হাজার টাকায়
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
-
প্রধানমন্ত্রী পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া আসবেন সোমবার
-
‘কালো রংবাজ’, ‘বিন্দাস’, ‘মানিক বাহাদুর’ যাবে হাটে
-
গোপালগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড