বরিশালে সাব-রেজিস্ট্রি অফিস ও প্রবাসীর বাড়িতে ডাকাতি
বরিশাল প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2022 09:35 PM BdST Updated: 31 Mar 2022 09:35 PM BdST
বরিশালের বানারীপাড়া উপজেলায় সাব-রেজিস্ট্রি অফিস এবং আমেরিকা প্রবাসী ও এক ইটভাটা মালিকের বাড়িতে ডাকাতি হয়েছে।
বুধবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সলিয়াবাকপুর ও চাখার এলাকায় এই ঘটনা ঘটে।
বানারীপাড়া থানার ওসি হেলালউদ্দিন বলেন, ডাকাত দল প্রথমে সলিয়াবাকপুরের ইটভাটা মালিক কাজী কামরুজ্জামানের বাসায় হানা দেয়। দ্বিতল ভবনের নিচ তলার গ্রিল কেটে চার সদস্যর ডাকাত দল প্রবেশ করে। পরে ডাকাতরা নিচ তলায় অবস্থান করা কাজী কামরুজ্জামানের মা জাহানারা বেগম ও দুই গৃহকর্মী ময়না ও জান্নাতের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দোতলায় কাজী কামরুজ্জামানের ঘরের দরজা ভেঙে ঢুকে তাদেরও বেঁধে রাখে।
“পরে আলমারি ভেঙে লাইসেন্স করা একটি শটগান, ১৫ রাউন্ড কার্তুজ, নগদ ১০ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, সিসি ক্যামেরার হার্ডডিক্স ও পাঁচটি দামি মোবাইল ফোন লুট করেছে।”
ওসি জানান, চাখার এলাকার সিকদার বাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী পারভীন বেগমের পারভীন মঞ্জিলেও ডাকাত হানা দেয়।
“ডাকাতরা বাসায় ঢুকে নগদ লক্ষাধিক টাকা, ৬৫ ইউএস ডলার, ১৪ ভরি স্বর্ণালংকার লুট করেছে।”
ওসি আরও বলেন, “ডাকাত দল চাখার সাব-রেজিস্ট্রার অফিসের দরজা ভেঙে ভিতরে ঢুকেছে। পরে অফিসের কাগজপত্র তছনছ করে এবং অফিস থেকে একটি পেন ড্রাইভ নিয়ে গেছে।”
ঘটনার পর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বরিশালের এসপি মারুফ হোসেন বলেন, এ মুহূর্তে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে পারব না।”
ঘটনাস্থল পরিদর্শন করার পর অতিরিক্ত ডিআইজি এহসান উল্লাহ বলেন, “অস্ত্র উদ্ধারসহ ডাকাতদের চিহ্নিত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের সকল বিভাগ সর্বাত্মক চেষ্টা করছে। এ মুহূর্তে এর চেয়ে আর কিছু বলতে পারছি না।”
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ