নীলফামারীতে আগুনে পুড়ল ২৮ ঘর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৬ পরিবারের ২৮টি ঘর আগুনে পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2022, 12:41 PM
Updated : 31 March 2022, 12:41 PM

উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর তেলিপাড়া গ্রামে বুধবার রাত ৩টার দিকে এই আগুন লাগে বলে জানান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাজেদুল ইসলাম।

মাজেদুল ইসলাম বলেন, রাত সাড়ে ৩টার দিকে গ্রামের লতিবর রহমানের বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।

“এতে লতিবরসহ আশপাশের ১৬ পরিবারের ২৮টি ঘর ও মাল পুড়ে গেছে। তাছাড়া চারটি গরু আর দুটি ছাগল পুড়ে মারা গেছে।”

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান স্টেশন কর্মকর্তা রাশেদুল হক।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারি পাইলট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর আলম।