নারায়ণগঞ্জে বেতন দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বকেয়া বেতন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ বিক্ষোভ দেখিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2022, 11:34 AM
Updated : 31 March 2022, 11:34 AM

পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে শ্রমিকরা চলে যান। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন বলে উভয়পক্ষের দাবি।

সদর উপজেলার ফতুল্লায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রূপসী পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসান বলেন, “বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ার গ্যাসের শেল ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

“ধাওয়া-পাল্টা আর ইপাটকেলে আমিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ২টার দিকে সড়কে যান চলাচল শুরু হয় বলে তিনি জানান।

অপরদিকে শ্রমিকদের অভিযোগ, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে সাত-আটজন আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিভাবে চিকিৎসা দেওয়া হয়।

কারখানার কাটিং শাখর শ্রমিক হাসান মিয়া বলেন, “দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আবার এপ্রিল মাস শুরু হয়ে যাচ্ছে। বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। রোজা এসে পড়েছে। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”

প্রতি মাসেই বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে আবীর সিকদার নামে একজন শ্রমিক অভিযোগ করেছেন।

তিনি বলেন, “বুধবার ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। এখন বলছে ফেব্রুয়ারি মাসের বেতন এপ্রিল মাসের ৭ তারিখে দেবে। বেতন না পেলে কিভাবে সংসার চালাব?”

কয় মাসে বেতন বকেয়া পড়েছে সে বিষয়টি কারখানা কর্তৃপক্ষ খোলাসা করেনি।

কারখানার সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. নাছির উদ্দিন বলেন, “বেতন আগামী ৭ এপ্রিল দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”