বরিশালে ৫০ মণ জাটকা উদ্ধার, আটক ১০

বরিশালে একটি মাছ বাজারে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা উদ্ধার এবং ১০ জনকে আটক করেছে র‌্যাব ও মৎস্য অধিদপ্তর।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2022, 10:01 AM
Updated : 31 March 2022, 10:24 AM

বরিশাল মৎস্য কর্তকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার সকালে বরিশাল সদর উপজেলার তালতলী বাজার থেকে ওই দশজনকে আটক করা হয়।

বিমল বলেন, “জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বরিশালের বিভিন্ন নদ-নদী ও হাট-বাজারে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গোপন খবরে ঘটনাস্থলে অভিযান চালায় র‍্যাব ও মৎস্য অধিদপ্তর। সেখান থেকে প্রায় ৫০ মণ জাটকা উদ্ধার এবং জাটকা বিক্রির সঙ্গে জড়িত ১০ ব্যবসায়ীকে আটক করা হয়।

“পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী ছয়জনকে সাতদিন করে কারাদণ্ড দেন।”

বাকিদের মধ্যে দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং বয়স কম হওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয় বলে জানান এ মৎস কর্মকর্তা জানান।

উদ্ধার হওয়া জাটকা বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।