আলু পরিবহন নিয়ে সংঘর্ষে মুন্সীগঞ্জে একজন নিহত

মুন্সীগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার ও আলুর বস্তা পরিবহন নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের প্রাণ গেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2022, 05:43 AM
Updated : 31 March 2022, 05:53 AM

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান।

নিহত জুয়েল ফকির ওই গ্রামের হাফিজ উদ্দিন ফকিরের ছেলে।

জুয়েল পেশায় একজন ফুচকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে তিনি আলু পরিবহনের কাজ করতেন বলে তার স্বজনরা জানিয়েছে।

এ ঘটনায় নান্নু হাজী নামের একজনকে আটক করা হয়েছে বলে জানালেও তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।  

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে ফকিরকান্দি গ্রামে মন্টু ও হারুনের দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আলুর জমিতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুনের দলের জুয়েল নিহত হন।

ফের সহিংসতা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটানায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।