ভোলায় জোড়া খুন: বাবার ফাঁসি, ছেলের যাবজ্জীবন
ভোলা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2022 07:12 PM BdST Updated: 30 Mar 2022 07:12 PM BdST
ভোলায় জোড়া খুনের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
ভোলা জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক বুধবার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন মো. মামুনুর রশিদ ও মো. ফিরোজ। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মামুনুর রশিদের ছেলে মো. শরীফের।
মামলার নথি থেকে জানা যায়, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোস্তফার মৃত্যুর পর পৈত্রিক জমি নিয়ে দুই ছেলে মামুন এবং তার ছোট ভাই মাসুমের বিরোধ বাধে। ওই বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৩ মে রারে বাপ্তা ভোটের ঘর এলাকায় তাদের বসত বাড়ির সামনে মামুন ও তার সহযোগী ফিরোজ ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রথমে মাসুমকে হত্যা করেন। এ সময় সংবাদ পেয়ে মাসুমের শ্যালক জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জাহিদের বাবা এবং অপর নিহত মাসুমের শ্বশুর মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ভোলা থানায় পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ জানান, হত্যাকাণ্ডের পরপর মামলার প্রধান দুই আসামি মামুন ও ফিরোজ পালিয়ে যান। অপর তিন আসামি মামুনের স্ত্রী রেহানা বেগম এবং দুই ছেলে শরীফ ও আরিফকে পুলিশ গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার ১ নম্বর আসামি মামুনকে পাবনা থেকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু দ্বিতীয় আসামি ফিরোজ এখনও পলাতক রয়েছেন।
মামলার বাদী মোস্তাফিজুর রহমান বলেন, আসামিরা পরিকল্পিতভাবে তার ছেলে এবং জামাতাকে হত্যা করেছে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ জানান, হত্যাকাণ্ডে মামুনের ছোট ছেলে আরিফ ও স্ত্রী খালেদা আক্তার রেহানার সংশ্লিষ্টাতা না পেয়ে তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ