পিরোজপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 05:29 PM
Updated : 29 March 2022, 05:29 PM

তাছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নুরুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সালমা আক্তার রিতা (৩৭) জেলার কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের জব্বার শেখের মেয়ে।

সালমা পালাতক রয়েছেন।

তাছাড়া এ মামলায় আরও এক আসামিকে খালাস দিয়েছে আদালত।

মামলার নথি অনুযায়ী, জেলার রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের আব্দুল মোফাজ্জেল সিকদারের ছেলে মান্নান সিকদারের সঙ্গে রিতার বিয়ে হয়। ২০১৩ সালের ১৮ জুলাই রাতে স্বামী ঘুমিয়ে পড়লে লিটু নামে এক ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়ান রিতা। রিতার স্বামী তা দেখে ফেললে তাকে লোহার রড দিয়ে আঘাত করা হয়। সে সময় তার স্বামী ঘটনাস্থলে মারা যান।

ঘটনার পর কাউখালী থানায় দুইজনের হত্যা মামলা করে মান্নানের পরিবার। তদন্ত শেষে পুলিশ রিতা ও লিটু বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার শেষে আদালত রিতাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল। লিটুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।