চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে দেওয়া সেই স্কুলশিক্ষিকা সাময়িক বরখাস্ত

নিজের দশম শ্রেণি পড়ুয়া ছেলের সঙ্গে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে দেওয়ার ঘটনায় শামসুন নাহার নামে সেই স্কুলশিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 05:00 PM
Updated : 29 March 2022, 05:00 PM

মঙ্গলবার এ বিষয়ে চিঠি পাঠানো হয় বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

শামসুন নাহার সদর উপজেলার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২০ মার্চ তিনি তার দশম শ্রেণি পড়ুয়া ছেলের সঙ্গে তার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে দেন।

শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছেন তারা।

“দুই শিশুর বিয়ে হওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার জন্য দায়ী হওয়ায় শামসুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে।”

অধিকতর তদন্ত ও বিভাগীয় প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।