ঝালকাঠিতে শিক্ষক হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডের রায়

ঝালকাঠিতে এক স্কুলশিক্ষককে হত্যার দায়ে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 02:47 PM
Updated : 29 March 2022, 02:47 PM

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান মঙ্গলবার বিকালে এ রায় ঘোষণা করেন।

তাছাড়া আদালত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

প্রতীকী ছবি

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরি গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে আব্দুল লতিফ হাওলাদার (৬২), জয়নাল জমাদ্দারের ছেলে আব্দুস সালাম জমাদ্দার (৫২) ও জয়নাল মিয়ার ছেলে সরওয়ার হোসেন (৪২)।

আসামিরা প্রথম থেকেই পলাতক রয়েছেন।

আদালতের এপিপি মোস্তাফিজুর রহমান মনু মামলার নথির বরাতে জানান, ২০০৭ সালের ১৭ মার্চ রাতে বাড়ি ফেরার পথে উপজেলার পীর খানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান হাওলাদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।

শাহজাহান চেঁচরি রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরি গ্রামের বাসিন্দা।

এপিপি বলেন, ঘটনার পরদিন নিহতের বড় ভাই মানিক হাওলাদার কাঁঠালিয়া থানায় মামলা করেন। ওই বছর ১২ ডিসেম্বর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ১৬ জনের সাক্ষ্য নিয়ে বিচার শেষে এই রায় ঘোষণা দিল।