কুষ্টিয়ায় একজনকে হত্যার দায়ে ৬ জনের সাজা

কুষ্টিয়ায় একজনকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড, দুজনকে আমৃত্যু কারাদণ্ড, আর তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 12:35 PM
Updated : 29 March 2022, 01:19 PM

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মঙ্গলবার বেলা ২টায় এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সব আসামি আদালতে ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জেলার কুমারখালী উপজেলার কোমরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শহিদুর রহমান পিরু ওরফে মিঠুন।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া দুইজন হলেন একই উপজেলার মনোহরপুর গ্রামের মেহেদী হাসান ও জয় নামে এক ব্যক্তি।

প্রতীকী ছবি

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন একই গ্রামের নাহিদ হাসান, ওয়াদুদ ইসলাম ও মুন্সী অনিক হাসান।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৬ মার্চ কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের বাদশা শেখের ছেলে ইমরান হোসেন আত্মীয়বাড়ি দাওয়াতে যাওয়ার সময় নিখোঁজ হন। দুই দিন পর পাশের গ্রামের ভুট্টাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা কুমারখালী থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, সাক্ষ্য-প্রমাণে সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদলত তাদের দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।