মায়ের সঙ্গে টিকা নিতে এসে ছাদ থেকে পড়ে ’প্রতিবন্ধীর’ মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে গণটিকা কার্যক্রমের কেন্দ্রে দোতলার ছাদ থেকে পড়ে এক ’প্রতিবন্ধী’ নারীর মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 12:11 PM
Updated : 29 March 2022, 12:11 PM

উপজেলার মুন্সিগঞ্জে বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের টিকাকেন্দ্রে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ছাদ থেকে পড়ে ওই নারী মারা যান বলে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান।

নিহত আঞ্জুয়ারা (৩৫) উপজেলার হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ বিষয়ে শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য তিনি তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে দোতলায় টিকাকেন্দ্রে যান। এ সময় অসাবধানতার কারণে মায়ের হাত ফসকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন।

আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রীতা রানী পাল তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, গণটিকা কার্যক্রমে মৃত্যুর খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়। ঘটনার বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, টিকা দিতে যাওয়ার আগে মায়ের হাতছাড়া হয়ে ছাদ থেকে পড়ে আহত হয় মেয়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।