স্কুল থেকে বাড়ি ফেরা হলো না মুনিরার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2022, 11:46 AM
Updated : 29 March 2022, 11:46 AM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান।

নিহত মুনিরা খাতুন (১০) পুখুরিয়া গ্রামের মমিন আলীর মেয়ে। সে পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, দেড়টার দিকে মুনিরা বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়েছে বলে ওসি জানান।