যশোরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়া উপজেলায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2022, 03:04 PM
Updated : 28 March 2022, 03:04 PM

সোমবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান।

গ্রেপ্তার সুরাইয়া খাতুন উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের লাল্টু মণ্ডলের স্ত্রী এবং সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের ইউনুস মোল্লার মেয়ে।

ওসি ফিরোজ পরিবারের বরাতে জানান, রোববার রাত ২টার দিকে সুরাইয়া তার শাশুড়িকে ডেকে বলেন, লাল্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্বজনার লাল্টুকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পান। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, লাল্টু যশোরে জুতা পালিশের কাজ করতেন। কয়েক দিন আগে পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। লাল্টু সে সময় স্ত্রীকে মারধরও করেন।

“তার জেরে ঘুমন্ত অবস্থায় লাল্টুকে তার স্ত্রী বালিশচাপা দিয়ে এবং গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে সুরাইয়া পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। সোমবার বিকেলে যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পলাশ কুমার দালালের আদালতে সুরাইয়া খাতুন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।”

আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান ওসি। আর লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।