নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2022, 12:56 PM
Updated : 28 March 2022, 12:56 PM

নীলফামারীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মো. মাহাবুবার রহমান সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সিরাজুল ইসলাম (৫৩) জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের দক্ষিণ ঝাড়সিংহেশ্বর গ্রামের জাবেদ আলীর ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রামেন্দ্রনাথ বর্ধন বাপী মামলার নথির বরাতে জানান, ২০১৯ মালের ১০ মার্চ দক্ষিণ ঝাড়সিংহেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে এলাকার ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন সিরাজুল ইসলাম। শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে পালিয়ে যান সিরাজুল। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন ছাত্রীর বাবা ডিমলা থানায় সিরাজুলকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

আইনজীবী রামেন্দ্রনাথ বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত সিরাজুলকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিল। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।