মাগুরায় বাম গণতান্ত্রিক জোটের মিছিলে ছাত্রলীগ-যুবলীগ হামলার অভিযোগ

বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে মাগুরায় বের হওয়া মিছিলে ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2022, 03:07 PM
Updated : 27 March 2022, 03:07 PM

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী নজরুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, রোববার বেলা ১২টায় তারা মাগুরা শহরে মিছিল বের করলে এই হামলা হয়।

চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্য বৃদ্ধির চেষ্টার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট সোমবার  দেশব্যাপী হরতাল ডেকেছে।

তার সমর্থনে রোববার দেশের বিভিন্ন জেলায় মিছিল করা হয়।

ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম, তাদের মিছিল মাগুরা শহর প্রদক্ষিণ শেষে বিশ্বরোড়ে গণপূর্ত  ভবনের সামনে পৌঁছালে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা মিছিলে হামলা চালিয়ে ব্যানার ও মাইক কেড়ে নেন। এ সময় তাদের সঙ্গে বামজোটের নেতাদের ধস্তাধস্তি হয়।

বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে তারা এ হমালার নিন্দা জানিয়ে বিচার দাবি করছেন।

হামলা প্রসঙ্গে মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রজহমান বলেন, “যুবলীগের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে কোনোক্রমেই জাড়িত নয়।”

জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানও অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “ছাত্রলীগ বামজোটের মিছিলে হামলা করেছে, এমন কোনো ঘটনা আমার জানা নেই।”