ভোলায় মন্দির থেকে চুরি যাওয়া ১০ বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ৩

ভোলা পৌরসভায় শত বছরের পুরনো শ্রীশ্রী ভদ্রবাড়ি হরি মন্দির থেকে চুরি যাওয়া বিগ্রহ, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2022, 01:32 PM
Updated : 27 March 2022, 01:32 PM

শনিবার শহরের ডোম পট্টি এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়; পরে তাদের স্বীকারোক্তিতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান।

গত ২১ মার্চ গভীর রাতে শ্রীশ্রী ভদ্রবাড়ি হরি মন্দিরে চুরি হয়। এরপর মন্দিরের সভাপতি মহাদেব ভদ্র বাদী হয়ে অজ্ঞাত আসামি দিয়ে একটি মামলা করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুমন (২৮), মো. নয়ন (২১) ও নূর আলম (২০)। তারা শহরের বিভিন্ন মহল্লার বাসিন্দা।

রোববার ভোলা সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী, মাটির নিচে ও ট্যাংকির ভিতর থেকে ছোট-বড় বিভিন্ন আকারের ১০টি পিতলের বিগ্রহ (মূর্তি), স্বর্ণালঙ্কার, নগদ টাকা উদ্ধার করা হয়েছে।