দুই সপ্তাহ পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

বিস্ফোরক সংকটে দুই সপ্তাহ দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডে পাথর উত্তোলন বন্ধ থাকার পর আবার কাজ শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2022, 12:54 PM
Updated : 27 March 2022, 12:54 PM

প্রধান বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের মজুদ শেষ হওয়ার কারণে গত ১২ মার্চ থেকে খনিতে পাথর উত্তোলন বন্ধ ছিল। 

মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) আবু তালেব ফারাজী সাংবাদিকদের বলেন, “খনির ভূগর্ভে বিস্ফোরণ ঘটিয়ে পাথর কাটা হয়। এই বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয় অ্যামোনিয়াম নাইট্রেট। এসব বিস্ফোরক বিদেশ থেকে আমদানি করা হয়। এবার থাইল্যান্ড থেকে এই বিস্ফোরক আমদানি করা হয়েছে।

“খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) সকাল থেকেই পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে।”

খনি থেকে দৈনিক গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন হয় বলে জানান জিএম।