রোববার পৌর এলাকার আলহেরা নগরের একটি বাগান থেকে ওই ব্যাবসায়ীর মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন বেড়া থানার ওসি অরবিন্দ সরকার।
নিহত ইমরান হোসেন (২২) সাঁথিয়া উপজেলার করমজা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে; বেড়ার সিঅ্যান্ডবি চতুর বাজারে তৈরি পোশাকের দোকান আছে ইমরানের।
ওসি অরবিন্দ সরকার বলেন, “শনিবার রাতে ইমরানকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয় কেউ। আজ সকালে আলহেরা নগরের একটি বাগানে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় । নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মত শনিবারও দোকান বন্ধ করে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সারেন ইমরান। তবে ফোন পেয়ে রাত ১টার দিকে আবারও বাসা থেকে বের হন।
রাত হলেও ইমরান বাসায় ফিরে ঘুমিয়ে পড়বেন ভেবে বাসার লোকজন তার খোঁজ করার কথা ভাবেনি। এরপর সকালে তার খুন হওয়ার খবর আসে।
পুলিশে ধারণা, পূর্ব শত্রুতার জেরে ইমরানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে জানিয়েছেন ওসি।
ঘটনাস্থল থেকে ইমরানের মোবাইল ফোনটি উদ্ধারের কথা জানিয়ে অরবিন্দ সরকার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।