‘পূর্ব শত্রুতা ও গ্রাম্য দলাদলির জের ধরে’ ২০০২ সালে কৃষক সাহেব আলীকে হত্যা করা হয়।
উপজেলার লাখরাজ কসবার রামসিদ্ধি এলাকা থেকে শুক্রবার গভীর রাত ৩টার দিকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বরিশাল র্যাব-৮ এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানান।
গ্রেপ্তার কবির মৃধা (৪৫) উপজেলার নন্দনপট্টি এলাকার মোহাম্মদ মৃধার ছেলে।
মেজর জাহাঙ্গীর আলম বলেন, গোপন খবরের ভিত্তিতে বাড়ি ঘিরে ফেললে কবির পালানোর চেষ্টা করে।
“আটকের সময় তার বাড়ি থেকে একটি একনলা বন্দুক, হাতে তৈরি সাতটি বোমা এবং বোমা তৈরি সরঞ্জাম ১১৫টি কাচের মার্বেল জব্দ করা হয়। তাছাড়া ৮৫৬ গ্রাম ভাঙা কাচের টুকরো, দুই প্যাকেট বিয়ারিং বল, বিস্ফোরক ভর্তি ছয়টি কলম ও চারটি কালো টেপও উদ্ধার হয়।”
র্যাব কর্মকর্তা বলেন, পরে অস্ত্র ও বিস্ফোরক আইনে কবিরের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা হয়। মামলায় কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।