শেরপুরে বাইক-অটোরিকশা সংঘর্ষে সেনাসদস্যের মৃত্যু

শেরপুরে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও তিনজন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2022, 12:02 PM
Updated : 26 March 2022, 12:02 PM

নিহত হুমায়ুন কবির (২১) জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার শাহ আলমের ছেলে। খাগড়াছড়িতে সেনানিবাসে দায়িত্ব পালন করতেন তিনি।

শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলার তাতালপুর বাজারের কাছে তারা হতাহত হন বলে শেরপুর থানার ওসি মনসুর আহম্মেদ জানান।

ওসি বলেন, বেলা ১টার দিকে হুমায়ুন শেরপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে শেরপুর-ঝিনাইগাতী রোডে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে প্রাণ হারান সেনাসদস্য হুমায়ুন।

তাছাড়া দুর্ঘটনায় তিন যাত্রী আহত হলে তাদের শেরপুর সদর হাসপাতালে বলে ওসি জানান।

ওসি বলেন, দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল ও অটোরিকশা পুলিশ থানায় নিয়ে গেছে। অটোরিকশা চালক পলাক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলচে। নিহত সেনাসদস্যের লাশময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।