জয়পুরহাটে হেরোইনসহ ২০ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাট শহরে হেরোইনসহ ২০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2022, 01:52 PM
Updated : 25 March 2022, 01:52 PM

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহেদ আল মামুন জানান, শহরের হাতিল গাড়িয়াকান্ত এলাকা থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এসএম ইসমাইল হোসেন ওরফে ডাবলু (৩৫) নওগাঁর ধামুইরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে। জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকায় থাকতেন ডাবলু।

পরিদর্শক শাহেদ বলেন, “ডাবলুর বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ ২০টি মামলার বিচার চলছে আদালতে।

“ডাবলু দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় তার কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে পৌরসভার হাতিল গাড়িয়াকান্ত ক্যাডেট কলেজ গেটের কাছে পুকুরপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে একটি ধারালো তলোয়ার, একটি চাকু ও ত্রিশ গ্রাম হেরোইন পাওয়া গেছে।”

এ ঘটনায় জয়পুরহাট থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে ডাবলুকে থানায় দেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক শাহেদ।