গোপালগঞ্জে ‘মাদকাসক্তের ছুরিকাঘাতে’ নিরাময়কেন্দ্রের প্রধান নিহত

গোপালগঞ্জে মাদক নিরাময়কেন্দ্রে ‘চিকিৎসাধীন এক ব্যক্তির ছুরিকাঘাতে’ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2022, 11:44 AM
Updated : 25 March 2022, 11:44 AM

হত্যাকাণ্ডের পর শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে পুলিশ কিংকর বাড়ৈ নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান জানিয়েছেন।

নিহত পোল গোমেজ (৪২) জেলার কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামে বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস নামে মাদক নিরাময়কেন্দ্রের দায়িত্ব পালন করছিলেন। ঢাকার সাভার উপজেলার আনন্দপুর এলাকার রাসেল গোমেজের ছেলে তিনি।

নিরাময়কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু বল্ভব জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাশতা তৈরির প্রস্তুতি চলছিল রান্নাঘরে। এ সময় তাদের কেন্দ্রে চিকিৎসাধীন এক ব্যক্তি তরকারি কাটার ছুরি দিয়ে পোল গোমেজকে উপর্যুপুরি আঘাত করেন। তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রের কর্মকর্তারা জানান, কয়েক দিন আগে তাদের কেন্দ্রে চিকিৎসাধীন কিংকর বাড়ৈ নামে এক ব্যক্তিকে সিগারেট খেতে দেখে তাকে নিষেধ করেন পোল গোমেজ। এ নিয়ে তাদের কথাকাটাকাটি হয়।

ওসি জিল্লুর রহমান বলেন, “ঘটনার পর পুলিশ কিংকর বাড়ৈকে আটক করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদসহ ঘটনা তদন্ত করে দেখছে।”

পোল গোমেজের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।