ময়মনসিংহে শুরু হল ৭ দিনের বইমেলা

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে সাত দিনের বইমেলা শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2022, 10:13 AM
Updated : 25 March 2022, 10:17 AM
ময়মনসিংহ শহরের শিল্পাচার্য জয়নুল উদ্যানে শুক্রবার দুপুরে এ মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। অনলাইনে সংযুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শিক্ষাবিদ যতীন সরকার।

তিনি বলেন, “বুদ্ধিজীবী ও সচ্ছল ব্যক্তিদের লাইব্রেরি স্থাপন, বইমেলার আয়োজন ইত্যাদি বিষয়ে এগিয়ে আসতে হবে, যাতে নতুন প্রজন্মের পাঠাভ্যাস তৈরি হয়।”

মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহের পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন।

বিভাগীয় কমিশনার বলেন, “বই আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক-বাহক। সুনাগরিক ও পরিশীলিত জাতি গঠন করতে বইমেলার মত এমন আয়োজন নিয়ে এগিয়ে আসতে হবে।”

বইমেলায় ৩৭টি স্টল রয়েছে। মেলা চলাকালে প্রতিদিন কুইজ, বিষয়ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আয়োজন রয়েছে।