সুন্দরবনে বাঘের থাবায় মৌয়ালের মৃত্যু

সুন্দরবনের সাতক্ষীরা অংশে বাঘের থাবায় মৌয়ালের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2022, 07:55 AM
Updated : 25 March 2022, 07:55 AM

বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের হামলার শিকার হন বলে জানান সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম. এ হাসান।

নিহত সোলাইমান শেখ (৫০) উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোদাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে।

সহকারী বন সংরক্ষক শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোলাইমানের ক্ষতবিক্ষত লাশটি দুপুর ১টার দিকে জঙ্গল থেকে উদ্ধার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নিয়ে আসা হয়েছে।”

কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিছ গণমাধ্যমকে জানান, সপ্তাহখানেক আগে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে মধু সংগ্রহের জন্য দলের সঙ্গে সুন্দরবন গিয়েছিলেন সোলাইমান। বৃহস্পতিবার তিনি বাঘের হামলার শিকার হন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।