দিনাজপুরে সংঘর্ষে ট্রাক দুমড়ে-মুচড়ে চালক ও সহকারীর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দুটি ট্রাক সংঘর্ষের পর দুমড়ে-মুচড়ে গেছে; এতে এক চালক ও তার সহকারীর মৃত্যু এবং আহত হয়েছে আরও দুইজন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2022, 05:19 AM
Updated : 25 March 2022, 06:39 AM

উপজেলার ফকিরপাড়া এলাকার দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কে শুক্রবার ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুজ্জামান জানান। 

মৃতরা হলেন- বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নওয়াব আলীর ছেলে ট্রাকচালক সারোয়ার হোসেন (৪৫) ও নওগাঁ জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে চালকের সহযোগী সাইফুল ইসলাম (৪৮)।

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০)।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, পাবনা থেকে ইট বোঝাই একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী আলু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ইট বোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আলুবোঝাই ট্রাকের চালক সাইদুল ইসলামসহ দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় বলে জানান তিনি।

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।