সি ট্রাক চালু হল মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে

মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে সি ট্রাক চালু হয়েছে; যা এই পথে যাত্রীদের ভোগান্তি কমাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2022, 12:14 PM
Updated : 24 March 2022, 12:14 PM

বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় ‘এ এস টি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত’ নামে সি ট্রাকটি নারায়ণগঞ্জ ঘাট থেকে ছেড়ে মুন্সীগঞ্জের উদ্দেশে যাত্রা করে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী বলেন, ২০০ যাত্রী ধারণক্ষমতার এই যান চলবে ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত। ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। সি ট্রাকের সংখ্যা পরে বাড়ানো হবে।

এই পথে এখন থেকে আর কোনো ‘সান ডেক টাইপ’ নৌযান যাত্রী বহন করতে পারবে না বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

গত রোববার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে অন্তত ১০ জনের মৃত্যু হয়। নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী ওই লঞ্চে সে সময় অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে নৌপুলিশের ভাষ্য।

লঞ্চ ডুবির এই ঘটনার পর থেকে ওই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এর আগেও ওই এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটে।

সি ট্রাক চালুর খবরে এই পথের যাত্রীরা স্বস্তির কথা জানিয়েছেন।

আহমদ শামীম আল রাজী বলেন, “যুগের সঙ্গে তাল মিলিয়ে ভাল মানের ফিটনেস থাকা লঞ্চ চালু এখন সময়ের ব্যাপার। তাই সি ট্রাক চালু করায় খুশি যাত্রীরা। পর্যাপ্ত সি ট্রাক থাকলে যাত্রীদের অনেক সুবিধা হবে। সহজ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হলে এই অঞ্চলের স্বার্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন হবে।”