বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে নিষেধ করায় যুবককে ‘শক’

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা নিষেধ করায় এক যুবককে উল্টো শক দেওয়া ও পেটানোর অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2022, 08:10 AM
Updated : 24 March 2022, 08:28 AM

এ ঘটনায় বৃহস্পতিবার কাশিয়ানী থানায় ওই যুবকের বাবা লিখিত অভিযোগ করেছেন বলে ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান জানান।

আহত মো. তারিকুল শিকদার (৩০) কাশিয়ানী উপজেলা স্বাস্থকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি উপজেলার পুইশুর গ্রামে।

লিখিত অভিযোগের বরাতে ওসি বলেন, “তারিকুল বুধবার রাতে খালে টর্চলাইট দিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের চাঁন মিয়া বিশ্বাস ও সজীব শিকদারকে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে দেখেন। এ সময় তারিকুল শক দিয়ে মাছ ধরা নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তারিকুলকে নৌকার বৈঠা দিয়ে পেটান।

পরে বৈদ্যুতিক শক দিয়ে তারিকুলের শরীরের বিভিন্ন স্থানে শক দেন। এ সময় তারিকুলের চিৎকারে লোকজন এগিয়ে গেলে চাঁন ও সজীব পালিয়ে যান। পরে ‘অচেতন অবস্থায়’ তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নেওয়া হয়। ”

তারিকুলের বাবা মকুদ শিকদার বলেন, “আমার ছেলে ওপর শুধু হামলা করা হয়নি। বৈদ্যুতিক শক দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে শক দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে তারিকুল বলেন, “বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার পরিবেশ ও মাছের জন্য খুবই ভয়াবহ। তাই তাদের নিষেধ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার ওপর হামলা ও শরীরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক শক দিয়েছে।”