অবৈধ অনুপ্রবেশে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

অবৈধভাবে অনুপ্রবেশ করায় এক ভারতীয় নাগরিকে এক বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2022, 02:06 PM
Updated : 23 March 2022, 02:06 PM

এ ছাড়া তাকে আরও এক হাজার টাকা জরিমারা দিতে হবে, যা অনাদায়ে আরও দিন মাস কারাভোগ করতে হবে।
বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাওসার আলম এ আদেশ দেন।

প্রতীকী ছবি

দণ্ডিত মহেন্দ্র মল্লিক ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলার বাসিন্দা বলে আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান।
মামলার বরাত দিয়ে পরির্দশক আসাদুজ্জামান জানান, ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জের আড়িয়াব জামে মসজিদের সামনে থেকে স্থানীয় লোকজন মহেন্দ্র মল্লিককে আটক করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরে জিজ্ঞাসাবাদে তিনি ভাতীয় নাগরিক বলে জানান।

“তবে তিনি কোনো পাসপোর্ট, ভিসা ও বৈধ কোনো কাগজপত্র দিতে পারেননি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১৯৫২ সালের বাংলাদেশ প্রবেশ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় আদালত আজ রায় দিয়েছে।”
আসাদুজ্জামান আরও জানান, আসামি অনুপ্রবেশকারী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় আদালতের বিচারক এক বছরের কারাদণ্ড দেন এবং আরও এক হাজার টাকা অর্থদণ্ড দেন, যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

আদেশের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।